Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

ক্রঃ

নং

 

সেবাসমুহ/সেবার নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীর  নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রাপ্তির প্রয়োজ নীয় সময়

সেবা প্রাপ্তির প্রয়োজনীয় ফি/ট্যাক্স/ আনুষাংগী  ক খরচ

সংশ্লিষ্ট আইন কানুন/বিধি বিধান

নির্দিষ্ট সেবা ব্যর্থ হলে প্রতিকারের বিধান

 

পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর পেশা ভিত্তিক সংগঠন তৈরি।

জনগোষ্ঠীর প্রতিনিধি/পরিদর্শক/ এআরডিও

আবেদনপত্র দাখিল, যাচাই বাছাই, সভায়  সিদ্ধান্তগ্রহণ, অনুমতি প্রদান, ভর্তি, সঞ্চয় জমা, স্বীকৃতি   

 

ভর্তি ফি জনপ্রতি-৫টাকা

সঞ্চয় জমা জনপ্রতি- ১০টাকা

শেয়ার জমা জনপ্রতি - ১০টাকা

এপিলিয়েশন ফি- ১০টাকা

রেজিষ্ট্রেশন ফি- ১০০০ টাকা

সমবায় আইন অনুযায়ী বাই’ল অনুসারে

ইউআরডিও বরাবর আবেদন

 

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ 

সংগঠন কর্তৃপক্ষ/ পরিদর্শক।

সংগঠনের সভায় চাহিদা মোতাবেক প্রকল্প উপস্থাপন, অনুমোদন ও কর্তৃপক্ষ বরাবর চূড়ান্ত অনুমোদনের নিমিত্তে প্রেরণ।

 

 

 

কর্তৃপক্ষ বরাবর প্রতিকারের আবেদন প্রেরণ।

স্বনির্ভরতা অর্জনের লক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাথ্যমে নিজস্ব পুঁজি গঠনের সুযোগ সৃষ্টি।

সংগঠনের কমিটির সদস্যবৃন্দ,পরির্দশক, এআরডিও

সাপ্তাহিক সভায় নিয়মিত সঞ্চয় পাস বহি লিখন, ব্যাংকে জমা করন, সঞ্চয়ের সুদ প্রদান, জমাকৃত সঞ্চয় লাভজক খাতে বিনিয়গ

নিয়মিত সাপ্তাহিক শেয়ার সঞ্চয় আদায়

 

বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত মোতাবেক

সাপ্তাহিক সভা নিয়মিত করন, উদ্বৃদ্ধ করন, সচেনতা বৃদ্ধি করন

উৎপাদন মুখী ও আয় বৃদ্ধি মূলক কর্মকান্ড বাস্তবায়ন কল্পে ঋণ মঞ্জরী বিতরণ ও আদায় কার্যক্রম।

সমিতি/দল কর্তৃপক্ষ/ পরির্দশক/ গ্রাম সংগঠক/ এআরডিও 

সদস্য/ সদস্যাদের আবেদন / সাপ্তাহিক সভায় অনুমোদন/ সংশ্লিষ্ট কর্মচারীর সুপারিশ/ ঋণ উপকমিটি/ উপজেলা ঋণ মঞ্জরী কমিটির সভায় অনুমোদন/জেলা দপ্তরে অনুমোদন / সদস্য / সদস্যদের মধ্যে বিতরণ। 

আবেদনের ৭ - ১০ দিনের মধ্যে।

মুঞ্জরীকৃত ঋণের ১০% সঞ্চয়/ শেয়ার খাতে জমা।

মঞ্জরী পত্রের শর্তানুযায়ী।

উপপরিচালক, বাউবো বরাবর প্রতিকারের আবেদন।

উপকার ভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক  প্রশিক্ষন।

সমিতি/ দল কতৃপক্ষ।

বিষয় ভিক্তিক বিভিন্ন সাপ্তাহিক প্রশিক্ষণ নির্ধারিত সময়ে প্রশিক্ষণ ক্লাশে হাজির। 

সাপ্তাহিক/ পাক্ষিক/ মাসিক অনুষ্ঠিত ক্লাশ।

 

 

 

উপকার ভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠন মূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষে আন্তঃ বিভাগের সমন্বয় সাধন। 

বিভিন্ন বিভাগীয় কর্মকর্তার মাধ্যমে।

প্রশিক্ষণ ক্লাশে বিভিন্ন বিভাগীয় দক্ষ কর্মকর্তা দ্বারা প্রশিক্ষণ প্রদান।